যুবরাজের মতোই লড়াই জিতে মাঠে ফিরবেন মোশাররফ রুবেল
চিকিৎসার একটা একটা ধাপ পার হচ্ছে আর জিতে চলেছেন ক্রিকেটার মোশাররফ রুবেল। দ্বিতীয় চক্রের কোমোথেরাপি সম্পন্ন হওয়ার পর তিনি আরেকটি সুখবর শুনিয়েছেন। বলেছেন-‘আল্লাহ’র রহমতে সবকিছু ঠিক মতো যাচ্ছে। সবাইকে ধন্যবাদ আমাকে সহায়তা, সমর্থন ও অকুণ্ঠ প্রার্থনা ও ভালোবাসার জন্য। আপনাদের সবার সম্মিলিত প্রার্থনা ছাড়া জীবনের এই কঠিন পথচলায় আমার পক্ষে টিকে থাকা সম্ভব হতো না।’
জাতীয় দলের হয়ে ৫টি ওয়ানডে ম্যাচে খেলা এই ক্রিকেটার ব্রেন টিউমারে আক্রান্ত। গত মার্চে তার ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার হয়। তারপর থেকেই চলছে তার কেমোথেরাপি ও রেডিও থেরাপি। সিঙ্গাপুরে তার এই চিকিৎসায় বিপুল টাকা খরচ হচ্ছে। ক্রিকেট দল এবং বিসিবি তার এই চিকিৎসার বড় একটা অংশের ব্যয়ভার বহন করেছে।
মোশাররফ রবেল তার সর্বশেষ চিকিৎসা পদ্ধতি এবং শারীরিক অবস্থার কথা জানিয়ে ফেসবুকে একটা আবেগঘন পোস্ট দেন। সেখানে তিনি জানান-‘ কোমোথেরাপির দ্বিতীয় চক্র হয়ে গেছে। এখনো আরও চারটি চক্র বাকি আছে। আমার ডাক্তার সাহস দিচ্ছেন। বলছেন- চিন্তা করার কিছু নেই, আমি আবার সুস্থ হয়ে ক্রিকেট মাঠে ফিরতে পারবো। সত্যিকারের লড়াকুরাই লড়াই জিতে। ডাক্তাররা যেভাবে চেয়েছেন আমি সেই গতিতেই সুস্থ হয়ে উঠছি। যুবরাজ সিং যেভাবে শক্তিশালী কায়দায় খেলার মাঠে ফিরে আসতে পেরেছিলো, আমার ব্যাপারেও ডাক্তাররা সেই আশার বাণীই শোনাচ্ছেন।’
বিপিএলের গত আসরে চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টেরিয়ান্সের দলে ছিলেন মোশাররফ রুবেল। সেবার টুর্নামেন্ট চলাকালেই বেশ কয়েকবার অসুস্থ হয়ে পড়েন তিনি। শারীরিক অসুস্থতার কারণে জ্ঞানও হারিয়ে ফেলেন তিনি। ডাক্তারদের পরামর্শে মস্তিস্কের বিভিনন্ন অংশে এক্সরে ও সিটি স্ক্যান করার পর জানা গেলো ব্রেন টিউমারে আক্রান্ত হয়েছেন জাতীয় দলে খেলা এই স্পিনার।
মার্চ মাসেই সিঙ্গাপুরে তার ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার করা হয়। বিপুল খরচের এই চিকিৎসার জন্য বিসিবি, সতীর্থ ক্রিকেটার এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছ থেকে আর্থিক সহযোগিতা পেয়েছেন মোশাররফ রুবেল। জাতীয় দলের সতীর্থরা সবসময় তার চিকিৎসার খোঁজখবর রাখছেন। রুবেল সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া চেয়েছেন।