মাতৃভাষা দিবসে কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের কর্মসূচি

  • সেন্ট্রাল ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রভাতফেরির আয়োজন করেছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টায় এই প্রভাতফেরি শুরু হবে।

স্থানীয় ‘বাংলাদেশ গ্রন্থাগার ও তথ্যকেন্দ্র’ থেকে ‘পার্ক সার্কাস সেভেন পয়েন্ট’ ক্রসিং পার হয়ে এ.জে.সি. বোস ফ্লাইওভারের নিচের রাস্তা দিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশন পর্যন্ত এই প্রভাতফেরি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এছাড়া বৃহস্পতিবার বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন। স্থানীয় কলামন্দিরের কলাকুঞ্জ সভাগৃহে আয়োজিত ওই অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।