সংগীতশিল্পী প্রতীক আর নেই

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীক চৌধুরী, ছবি: সংগৃহীত

প্রতীক চৌধুরী, ছবি: সংগৃহীত

কলকাতার জনপ্রিয় সঙ্গীত তারকা প্রতীক চৌধুরী আর নেই। মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় কলকাতায় বাবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন প্রতীক। হঠাৎ করেই পথের মধ্যে অসুস্থ হয়ে পড়লে, বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রতীককে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

প্রতীকের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অনিকেত চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘ভাবতেই পারছি না এভাবে প্রতীক চলে যাবে। এইতো সপ্তাহখানেক আগেও তার গলায় সাতটি ছোট গানের রেকর্ড করেছিলাম। প্রতীক এই ছবিতে অভিনয়ও করেছেন’।

উল্লেখ্য, ১৯৯৪ সালে প্রথম বিজ্ঞাপনী গান দিয়ে ক্যারিয়ার শুরু করেন প্রতীক। অনেক বিখ্যাত ব্যান্ডের হয়ে জিঙ্গলস গান গেয়ে বিখ্যাত হয়ে উঠেন তিনি।

বিজ্ঞাপন

পরবর্তী সময়ে প্লেব্যাক গায়ক হিসেবে একের পর এক চলচ্চিত্রেও গান গেয়েছেন প্রতীক চৌধুরী। ২০০২ সালে মুক্তি পাওয়া ’বাঙালি বাবু’ ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘পাতালঘর’-এর মতো চলচ্চিত্রে প্লেব্যাক করেন তিনি।