মত পাল্টালেন ভূপেন হাজারিকার পুত্র
নাগরিকত্ব বিলের প্রতিবাদে সদ্য পাওয়া মরণোত্তর ভারত রত্ন সম্মান ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার পরিবার। শোরগোল পড়ে যাওয়া সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ভূপেন হাজারিকার পরিবার।
মার্কিন প্রবাসী পুত্র তেজ হাজারিকা ভারতরত্ন গ্রহণ করার কথা জানিয়ে দিয়েছেন। আগের বক্তব্যর ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে জানিয়ে দিয়েছেন।
এক বিবৃতিতে বলেন, বাবার হয়ে দেশের সর্বোচ্চ সম্মান গ্রহণ করা স্বপ্নের মতো একটা সুযোগ। ভারত সরকার বাবার হয়ে ভারতরত্ন গ্রহণ করার জন্য আমায় আমন্ত্রণ জানিয়েছে। প্রগতিশীল এবং ঐক্যবদ্ধ এক ভারত গড়ে তোলার জন্য বাবা নিঃস্বার্থ ভাবে কাজ করেছিলেন। দেশ তাঁকে তাঁর যোগ্য সম্মান দিচ্ছে। এই সম্মান গ্রহণ করতে পেরে আমি সম্মানিত বোধ করছি।
এর আগে নাগরিকত্ব বিল, ২০১৬-এর প্রতিবাদে ভারতরত্ন প্রত্যাখ্যান করেছে সংগীতশিল্পির পরিবার। নাগরিকত্ব বিল প্রসঙ্গে ভূপেন পুত্র বলেছিলেন উত্তরপূর্ব ভারতের নাগরিক পঞ্জি বিষয়ে সংগীতশিল্পী মনে প্রাণে যা বিশ্বাস করতেন, এই বিল তার পরিপন্থী।