করাচি যাচ্ছেন না শাবানা-জাভেদ

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

জাভেদ আখতার ও শাবানা আজমি

জাভেদ আখতার ও শাবানা আজমি

ভারতের প্রয়াত কবি কাইফি আজমির জন্মবার্ষিকী উপলক্ষে করাচিতে দুই দিনব্যাপী এক অনুষ্ঠানের আয়োজন করেছে করাচি আর্টস কাউন্সিল। যেখানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হয় কাইফির মেয়ে ও বলিউড শাবানা আজমি এবং তার স্বামী জাভেদ আখতারকে। কিন্তু শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) তারা আয়োজনে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) ভারতের জম্মু-কাশ্মীরে বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় দেশটির সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) অন্তত ৪০ জন সদস্য নিহত হয়েছেন। এই হামলার প্রতিবাদ জানিয়েই পাকিস্তানে যাচ্ছেন না শাবানা আজমি-জাভেদ আখতার দম্পতি।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে টুইটারে শাবানা আজমি লিখেছেন, ‘করাচি আর্টস কাউন্সিল জাভেদ ও আমাকে নিমন্ত্রণ করেছিলো। দুই দিনের এ অনুষ্ঠানে যাওয়ার জন্য আমরাও আগ্রহী ছিলাম। কিন্তু পুলওয়ামার এই জঘন্য হামলার পর আমরা সেখানে যাওয়া বাতিল করেছি। একটি অমানবিক হত্যাকাণ্ড। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।’

করাচি আর্ট কাউন্সিল আয়োজিত অনুষ্ঠানটি শুরু হবে আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন