লোকসভার অধিবেশন
ভারতের ষোড়শ লোকসভার সর্বশেষ অধিবেশন শেষ হওয়ার সাথে সাথেই যেন গিলাটিনে চলে গেলো একগুচ্ছ বিল। এসব বিলের মধ্যে অন্যতম হলো নাগরিকত্ব (সংশোধনী) বিল, তিন তালাক বিল এবং রোড ট্রান্সপোর্ট বিল।
এসব বিল লোকসভায় পাশ হলেও রাজ্যসভায় হয়নি। আর রাজ্যসভায় পাশ না হওয়ার আগ পর্যন্ত কোন বিলই আইনে পরিণত হয়না। এই বিলগুলোর ক্ষেত্রে বিরোধীদের সমর্থন পায়নি মোদী সরকার। ফলে বুধবার অধিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আঁধারে চলে গেল বিলগুলির ভবিষ্যতেও।
৩ জুন শেষ হচ্ছে ভারতের চলতি লোকসভার মেয়াদ। আর তার সাথে বিলগুলির মেয়াদও শেষ হয়ে যাবে। নাগরিকত্ব, তিন তালাক ও রোড ট্রান্সপোর্ট বিলগুলি রাজ্যসভায় বিরোধীদের প্রতিবাদের কারণে পাশ হয়নি৷ অনেকে ভেবেছিলেন, বুধবার শেষ মুহুর্তে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করানোর মরিয়া চেষ্টা করবে সরকার। কিন্তু, সে সুযোগ আর মেলেনি।
অন্যদিকে কংগ্রেস ক্ষমতায় এলে তিন তালাক বিল বাতিল করা হবে বলে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। কংগ্রেসের মতে, এই বিল দিয়ে কাজের কাজ কিছুই হবে না। এই পরিস্থিতিতে বিজেপি প্রচারে বলবে যে, মুসলিম নারীদের স্বার্থ রক্ষার যে চেষ্টা তারা করেছিল, কংগ্রেস তাতে বাধ সেধেছে।
তবে ভোটাররা কার কথায় বিশ্বাস করবে তা সময়ই বলে দিবে।