গায়ে মল মেখে নজিরবিহীন ভাবে পালাল আসামি

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লজ্জা, ঘেন্না দূরে ঠেলে নিজের গায়ে নিজেই মল মেখে জেল থেকে পালালেন কলকাতার তপসিয়া থানার এক আসামি। সোমবার (১১ ফেব্রুয়ারি) এমন কাণ্ড করেন অভিযুক্ত এই আসামি।

জানা যায় পুলিশকর্মীদের মধ্যে মল নিয়ে ছোরাছুরির করলে পুলিশ এক পর্যায়ে ঘেন্নায় পরিণত হয় আর সে সুযোগেই জেল থেকে পালিয়ে যায় এই আসামি। অবশ্য কয়েকঘণ্টা পর পুলিশ তাকে আবার ধরে ফেলে।

বিজ্ঞাপন

আসামি সর্ম্পকে পুলিশ জানায়, অভিযুক্ত আসামির নাম মহম্মদ জব্বির। অস্ত্র আইনে রুজু হওয়া একটি মামলায় তাকে তপসিয়া থানার পুলিশ গ্রেপ্তার করে।

পালোনোর কৌশল নিয়ে পুলিশ বলেন, সোমবার সকালে জব্বির লকআপের বাইরে মলত্যাগ করেন। আর সেখানে থাকেন আরও তিন আসামি । তাদের সামনে মলত্যাগ করে জব্বির নিজের গায়ে মল মেখে নেন। তারপর সবাইকে হুমকি দেন তাকে এখান থেকে ড্রাগ না দিলে সবার গায়ে মল মাখিয়ে দেবেন। এক পর্যায়ে কেউ তার কাছে ঘেষতে না চাইলে সুযোগ বুঝে পালিয়ে যান এই অভিযুক্ত আসামি।

বিজ্ঞাপন

সোমবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শিয়ালদহ স্টেশন চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আবার লকআপে ঢোকানো হয়।