বিষমদে মৃত্যু

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডে বিষাক্ত মদে পান করে মৃত ৬১ জনের পরিবারকে ২ লাখ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দিবে দুই রাজ্যের সরকার।

উত্তর প্রদেশ ও উত্তরাখণ্ডের রাজ্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে, বিষাক্ত মদে পান করে যে ৬১ জনের মৃত্যু হয়েছে তাদের প্রত্যেক্ষের পরিবারকে ২ লাখ করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।

বিজ্ঞাপন

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুই রাজ্য সরকার এ সিদ্ধান্ত নেয়।

এর আগে বৃহস্পতিবার রাতে উত্তর প্রদেশের সাহারানপুর ও উত্তরাখণ্ডের হরিদ্বারে বিষাক্ত পান করে অসুস্থ হয়ে পরেন অনেকে। শেষ খবর পাওয়া পর্যন্ত শনিবারে এই অসুস্থদের মধ্যে ৬১ জনের মৃত্যু হয়েছে সরকারি হিসেবে।

বিজ্ঞাপন

তবে বেসরকারি হিসেবে মৃতের সংখ্যা ৯০ জন। এই সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে।