সংস্কৃতি মানুষকে নৈকট্যে আনে: সোমঋতা মল্লিক

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিশিষ্ট শিল্পী সোমঋতা মল্লিক, ছবি: সংগৃহীত

বিশিষ্ট শিল্পী সোমঋতা মল্লিক, ছবি: সংগৃহীত

কলকাতার বর্তমান শুদ্ধ ও পরিশীলিত সঙ্গীত ঘরানায় সামনের কাতারে আছেন বিশিষ্ট শিল্পী সোমঋতা মল্লিক। প্রধানত নজরুল সঙ্গীত চর্চা, সাধনা ও বিকাশে পূর্ণভাবে নিয়োজিত এই শিল্পী টিভি চ্যানেলের সুবাদে একজন পরিচিত মুখ। প্রকাশ পেয়েছে তার অনেকগুলো অডিও, ভিডিও মিউজিক অ্যালবাম। সঙ্গীত ও সাংস্কৃতিক তৎপরতায় জড়িয়ে আছেন তিনি ছায়ানট কলকাতার অন্যতম কুশীলব রূপে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সোমঋতা মল্লিকের পরিকল্পনা, পরিচালনা ও নির্দেশনায় কলকাতার নিউটাউনের নজরুলতীর্থ সাংস্কৃতিক প্রাঙ্গণে দুই দিনব্যাপী (২৩ ও ২৪ ফেব্রুয়ারি) সঙ্গীত, আবৃতি, শিল্প সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে, যাতে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিল্পীরা অংশ নেবেন।

বিজ্ঞাপন

‘সীমানা ভুলে, রবীন্দ্র-নজরুলে’ শিরোনামের অনুষ্ঠানমালার আগেও ছায়ানট কলকাতা এবং ভারতের নানা স্থানে ‘নজরুলমেলা’র আয়োজন করেছে। মাল্টিমিডিয়া নিউজপোর্টাল বার্তা২৪.কমের সঙ্গে এক অনলাইন সাক্ষাতকারে রোববার (১০ ফেব্রুয়ারি) সোমঋতা বলেন, ‘মানুষের ব্যাপক সাড়া ও অংশগ্রহণ পাচ্ছি। বস্তুত সংস্কৃতি মানুষকে নৈকট্যে আনে, এই বোধটিই ছড়িয়ে দিতে চাই আমরা বিশ্বের সকল বাঙালির মধ্যে ও বাংলাভাষী অঞ্চলে।’

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Feb/10/1549788421318.gif

বিজ্ঞাপন

সোমঋতা মল্লিক বলেন, ‘বিভেদ ও দূরত্ব ভেঙে মানুষকে কাছাকাছি আনতে পারে সুরের ধারা ও শিল্পের দ্যোতনা। আমাদের রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম এবং নমস্য-অগ্রজ মহাপুরুষগণ মানুষকে কাছে আনার ও ভালোবাসার কথাই বলে গেছেন তাদের সৃষ্টির পুরোটা দিয়ে। আমরা সেই পথে চলে শান্তি, মৈত্রী, ঐক্য ও সম্প্রীতির মহামিলনের ঠিকানায় পৌঁছুতে চাই।’

বার্তা২৪.কমকে সোমঋতা মল্লিক জানান, ‘ছায়ানটের নেতৃত্বে ভারতের নানা স্থানে এবং বাংলাদেশ ও বিশ্বের নানা দেশে বসবাসকারী বাংলাভাষীদের মধ্যে বাংলা ভাষা, সংস্কৃতি, সঙ্গীত ও শিল্পের বিকাশের কাজ পরিচালিত হচ্ছে। বিশ্বায়নের যুগে বাংলা ভাষা-সংস্কৃতিকে বৈশ্বিক পরিমণ্ডলে তুলে ধরতে আমরা দৃঢ় প্রত্যয়ী।’