দুই বিখ্যাত পরিচালককে স্মরণ

  • কলকাতা ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঋত্বিক ঘটক ও মৃণাল সেন

ঋত্বিক ঘটক ও মৃণাল সেন

ঋত্বিক কুমার ঘটকের ৪৪ তম প্রয়াণ বর্ষ উপলক্ষে কলকাতায় আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানমালা।

আগামী ১৫ ফেব্রুয়ারি নরুজলতীর্থ ও হিডকোরের সহায়তায় জীবনস্মৃতি ডিজিটাল আর্কাইভের উদ্যোগে ৭০ রামসীতা ঘাট উত্তরপাড়ায় আর্কাইভের সভা ঘরে এই অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এই বিষয়ে আয়োজনে, ঐদিন রামসীতা ঘাট উত্তরপাড়ায় আর্কাইভের সভাঘরে প্রকাশিত হবে 'নাগরিক' চলচ্চিত্রের চিত্রনাট্য সম্বলিত 'পুস্তিকা ০৫'। একই সঙ্গে ঐদিন পণ্যমুদ্রিত হবে পূর্ণেন্দু পত্রীর 'নাগরিক প্রসঙ্গে কিছু কথা'। এছাড়া হিরন মিত্রের রেখাচিত্রের শোভিত পত্রিকাটি সম্পাদনা করেছেন অরিন্দম সাহাসরদার।

অন্যদিকে সাম্প্রতি ফেডারেশন অফ ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া আয়োজন করে 'রিমেমবারিং মৃণাল সেন' শীর্ষক এক আলোচনা সভা। এই সভায় যোগ দেন গৌতম ঘোষ, মমতা শংকর, শেখর দাস ও শিলাদিত্য সেন। পরে সভা শেষে দেখানো হয় 'কলকাতা ৭১' ছবিটি।

বিজ্ঞাপন