সম্পত্তির জেরায় কাহিল প্রিয়াংকার স্বামী রবার্ট

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

রবার্ট ভাদরা

রবার্ট ভাদরা

টানা ১৫ ঘণ্টারও বেশি সময় ধরে চলা ইউডি জেরায় অস্বস্তিতে রয়েছেন গান্ধী পরিবারের জামাতা রবার্ট ভাদরা। বুধ ও বৃহস্পতিবার  এই দুইদিন চলে এ জেরা।

লন্ডনে বেনামি সম্পত্তি কেনার অভিযোগ সংক্রান্ত মামলায় প্রথমবার সরাসরি প্রশ্নের মুখে পড়েছিলেন সোনিয়া গান্ধীর জামাতা। জিজ্ঞাসাবাদের প্রথম পর্ব চলেছিল প্রায় ৬ ঘণ্টা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে জিজ্ঞাসাবাদের দ্বিতীয় পর্বের জন্য হাজির হলেন রবার্ট।  তবে স্বামীর  জিজ্ঞাসাবাদে  উপস্থিত হননি প্রিয়াঙ্কা গান্ধী।