মা-এর কাজের মূল্য নির্ধারণে গবেষণা সংস্থা

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পরিবারে একজন মা যে পরিমাণ শ্রম দেন, তা কখনও আমরা আর্থিক মূল্যে চিন্তা করি না। হয়ত ভাবছি মায়ের শ্রমের আবার মূল্য! হ্যাঁ, হয় না। তবে একবার যদি মায়ের এই শ্রমের মূল্য চিন্তা করি, তাহলে কেমন দাঁড়াবে? পরিবারে বিনা মজুরিতে শ্রম দেওয়া মায়ের কাজের আর্থিক মূল্য নিয়ে গবেষণা করেছে অনলাইন পার্সোনাল ফিনান্স নামে একটি সংস্থা।

এই সংস্থাটির মতে, 'চাকরি করেন না এমন একজন গৃহবধূ সারা বছর পরিবারের জন্য যতটা সময় দেন, তার আর্থিক মূল্য ১ লক্ষ ৫৫ হাজার ৬০০ দিরহাম। ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ লাখ টাকা।

বিজ্ঞাপন

গবেষণা সংস্থাটির প্রতিনিধি অঙ্কিতা সিং বলেছেন, 'অনেক নারী সচেতনভাবে সিদ্ধান্ত নেন চাকরি না করে পরিবার প্রতিপালন করবেন এবং সন্তান পালন করবেন। আক্ষেপের কথা  বেশিরভাগ সময়ই এরজন্য আলাদা করে স্বীকৃতি পায় না তারা। অনেকের দাবি, নারীরা ঘরে থাকেন সমাজে তাদের কোনো অবদান নেই। বিষয়টি মোটেও এমন নয়। নারীদের এই অবদানকে আর্থিক মূল্যমান দেখানোর জন্যই আমাদের এ গবেষণা।

 

বিজ্ঞাপন