শারীরিক জটিলতা, মোটা হচ্ছেন বিদ্যা বালান

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

বিদ্যা বালান

বিদ্যা বালান

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। অভিনয় করেছেন ‘ডার্টি পিকচার’, ‘তুমহারি সুলু’, ‘কাহানি’, ‘হামারি আধুরি কাহানি’র মতো ব্লকবাস্টার ছবিতে। ঘরে তুলেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

কিন্তু মোটা হওয়ার কারণে ছোটবেলা থেকেই নানা কথা শুনতে হয়েছে বিদ্যাকে। এমনকি একই কারণে ক্যারিয়ারের শুরুতেও সমালোচনার মুখে পড়তে হয়েছিলো ৪০ বছর বয়সী এই অভিনেত্রীকে। তবে সেসব কানে না নিয়ে নিজের অভিনয় দক্ষতার গুনে বলিউডের নামি-দামি অভিনেত্রীকে পেছনে ফেলে দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মোটা নিয়ে সমালোচনা প্রসঙ্গে বিদ্যা জানান, অল্প বয়স থেকেই ওজন কমানো নিয়ে মানুষের উপদেশ শুনতে হয়েছে। এটি সবসময় ভালো লাগতো না। তাই শরীর চর্চা করে রোগা হওয়ার চেষ্টাও করেছিলাম। কিন্তু ছোটবেলা থেকেই হরমোনের সমস্যা থাকার কারণে চেষ্টা করেও ওজন কমাতে পারতাম না। একটা সময় শরীর চর্চা করে হরমোনের সমস্যা কিছুটা কমলেও পরে আবার সেটি বেড়ে যায়।

বিদ্যা আরও বলেন, ওজন কমানোর জন্য এতো চেষ্টা করার পরও যারা মনে করেন, শরীর চর্চা না করে ও ভুল খাবার খেয়ে আমি মোটা তখন খুব বিরক্ত লাগে। কিন্তু এই ওজন কমানোর জন্য আমাকে কতোটা চ্যালেঞ্জ নিতে হয় এই খবরটি কী কেউ রাখে?

বিজ্ঞাপন

বিদ্যা বালান এখন ব্যস্ত রয়েছে বলিউডের ‘পিঙ্ক’ ছবির তামিল সংস্করণ নিয়ে। এটি প্রযোজনা করবেন বনি কাপুর।