ক্রীড়ার পদ্মশ্রী

  • কলকাতা ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

ফুটবলার সুনীল ছেত্রী, ছবি: সংগৃহীত

ফুটবলার সুনীল ছেত্রী, ছবি: সংগৃহীত

জাতীয় দলে বরাবরই সফল তারকা ফুটবলার সুনীল ছেত্রী। সর্বশেষ আরব আমিরশাহীতে অনুষ্ঠিত এশিয়ান কাপেও খেলছেন দুর্দান্ত। তাই জাতীয় দলে এমন বিশেষ কৃতিত্বের জন্য পদ্মশ্রী ভূষিত হলেন ভারতীয় ফুটবল দলের তারকা ফুটবলার সুনীল ছেত্রী।

তবে সুনীল ছেত্রী একা নন ক্রীড়া জগতে তার সঙ্গে আরও সাত জনকে এই সম্মান প্রদান করা হচ্ছে।

বিজ্ঞাপন

তারা হলেন বজরং পুনিয়া (কুস্তি) গৌতম গাম্ভীর (ক্রিকেট) দ্রোনাভালি হারিকা (দাবা) শরৎ কমল ( টেবিল টেনিস) বোমবেলা দেবী (তিরন্দাজি) অজয় ঠাকুর (কাবাডি) প্রশান্ত সিং (বাস্কেটবল)।

অন্যদিকে প্রথম ভারতীয় মহিলা হিসেবে এভারেস্ট জয় করায় বাচেন্দ্রি পালকে পদ্মভূষণ সম্মান প্রদান করা হয়।

বিজ্ঞাপন