অমিতাভ ঘোষের নতুন বই ‘গান আইল্যান্ড’ আসছে জুনে

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

‘দ্য শ্যাডো লাইনস’- এর জন্য ১৯৮৯ এ পেয়েছেন সাহিত্য একাডেমি। এরপর ২০১৮ তে পেলেন ভারতীয় সাহিত্যের সর্বোচ্চ পুরস্কার জ্ঞানপীঠ। সম্প্রতি কলকাতায় এসেছিলেন লেখক অমিতাভ ঘোষ। আগামী জুন মাসে প্রকাশিত হবে  তাঁর উপন্যাস "গান আইল্যান্ড", সেখানকার প্রধান চরিত্র এক পুস্তকবিক্রেতা।

কথা প্রসঙ্গে জানালেন "তাঁর বাঙালিয়ানার শিকড় বাংলাদেশ। এখনো বাংলাদেশের কারো সাথে কথা বললে তার কাছে ফিরে সেই বাংলা ভাষা ও তাঁর স্মৃতি।

বিজ্ঞাপন

তিনি  আরো  বলেছেন, পশ্চিমবঙ্গের বাংলাভাষা হিন্দি প্রভাবিত তাই বাংলা ভাষা ও সংস্কৃতির ভরকেন্দ্র এখন ঢাকাকে বলা যায়।