বাতিল হলো বিমানের ১৮ হজ ফ্লাইট

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম  
  • |
  • Font increase
  • Font Decrease

 

ঢাকা: পর্যাপ্ত হজ যাত্রী পাওয়া নিয়ে সংকট কাটছেই না। সোমবারও পর্যাপ্ত হজ যাত্রী না পাওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আরো দুটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে। এ নিয়ে বিমান কর্তৃপক্ষকে মোট ১৮টি ফ্লাইট বাতিল করতে হলো।

বিজ্ঞাপন

বিমান সূত্রে জানা গেছে, সোমবার ফ্লাইট নাম্বার বিজি-১০৯১ এবং ৬০৯১ ফ্লাইট দুটি বাতিল করতে বাধ্য হয়েছে বিমান কর্তৃপক্ষ। হজ শুরুর ৫০ দিন পূর্বেই বিমানের হজ টিকেট বিক্রয় কার্যক্রম শুরু করলেও এতে সর্বাত্মক সাড়া পায়নি বিমান। এজেন্সিগুলো সময় মত টিকেট সংগ্রহ না করায় এখনো অনেক হজ টিকেট অবিক্রিত রয়েছে। আর এ কারণেই একের পর এক ফ্লাইট বাতিল করতে হচ্ছে।

আগামী ১৫ আগেস্ট পর্যন্ত হজ যাত্রী পরিবহন করবে বিমান। ১৮৭টি ফ্লাইটে ৬৩ হাজার ৬০০ জন হজ যাত্রী বিমান পৌছে দেবে সৌদি আরবে।