৩৯ হাজার ৯৫৩ হজযাত্রী সৌদি পৌঁছেছেন

  • ইসলাম ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জেদ্দা বিমান বন্দর ইমিগ্রেশন, ছবি: সংগৃহীত

জেদ্দা বিমান বন্দর ইমিগ্রেশন, ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের জন্য সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় শুক্রবার (১২ জুলাই) পর্যন্ত মোট ৩৯ হাজার ৯৫৩ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

তন্মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ৭৬৮ জন।

বিজ্ঞাপন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৫৪টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫৫টিসহ মোট ১০৯টি ফ্লাইটে তারা সৌদি আরব পৌঁছান। ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। আগামী ৫ আগস্ট পর্যন্ত হজ ফ্লাইট চলবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ আগস্ট হজ অনুষ্ঠিত হবে।

হজপালনে সৌদি আরবে এ পর্যন্ত ৩ জন বাংলাদেশি হজযাত্রী মক্কায় ইন্তেকাল করেছেন।