উড়ন্ত প্লেনে অসুস্থ যাত্রী, অবতরণ করা হলেও মৃত্যু

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

দ্রুত অবতরণ করা স্পাইসজেটের উড়োজাহাজটি, ছবি: সংগৃহীত

দ্রুত অবতরণ করা স্পাইসজেটের উড়োজাহাজটি, ছবি: সংগৃহীত

ভুবনেশ্বর বিমানবন্দরের রানওয়ে ছেড়ে উড়োজাহাজটি কলকাতার উদ্দেশে উড়াল দিল। মাঝ আকাশে এক যাত্রী অসুস্থ হয়ে পড়লে দ্রুত অবতরণ করা হয় উড়োজাহাজটি। কিন্তু শেষ রক্ষা হলো না! বিমানবন্দরেই মারা গেলেন ওই যাত্রী।

রোববার (৮ সেপ্টেম্বর) স্পাইসজেটের ৬২৩-কে উড়োজাহাজে ভুবনেশ্বর-কলকাতা যাত্রার সময় অসুস্থ হয়ে পড়েন ওই যাত্রী। শ্বাসকষ্ট জনিত সমস্যার কথা জানানোর সঙ্গে সঙ্গেই উড়োজাহাজ ভুবনেশ্বরে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

তড়িঘড়ি ওই যাত্রীকে ভর্তি করা হয় এক বেসরকারি হাসপাতালে। হাসপাতালের চিকিৎসক ওই যাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। আপাতত, তার দেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে রাখা রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওই যাত্রীর নাম অশোক কুমার শর্মা (৪৮)।