কাশ্মীরে পাক-ভারত সংঘর্ষ, নিহত ৩ পাকিস্তানী সেনা

  • ফিচার ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কাশ্মীর সীমান্তে ভারতীয় ও পাকিস্তানী সেনাবাহিনীর মধ্যকার সংঘর্ষে নিহত হয়েছে তিনজন পাক সেনাসদস্য। জম্মু-কাশ্মীরের পুঞ্চ সেক্টরে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

প্রকাশিত সংবাদে বলা হয়েছে, পুঞ্চ সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর ভারতীয় ও পাকিস্তানী সেনাসদস্যদের সংঘর্ষ হয়। এসময়, ভারতীয় জওয়ানদের গুলিতে মারা যায় তিন পাকিস্তানী সৈন্য।

বিজ্ঞাপন

প্রতিবেদনে আরো জানা যায়, চুক্তি লঙ্ঘন করে সংঘর্ষ চলছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে। প্রথমে, নিয়ন্ত্রণরেখার কাছে জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় মর্টার ছুড়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। এ ঘটনায় মারা যায় এক ভারতীয় সৈনিক।

এর জবাব হিসেবেই পুঞ্চে পালটা আক্রমণ শুরু করেছে ভারতীয় সেনারা। আর তাতেই মারা গিয়েছে তিন পাকিস্তানী সৈন্য, দাবি ভারতীয় সেনাবাহিনীর।

পাশাপাশি, ভারতীয় সৈন্যরা পাক সেনাদের ৪টি ঘাঁটিও গুঁড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে ভারত সরকার। এরপর কাশ্মীরকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ অবস্থানে চলে যায় ভারত ও পাকিস্তান সরকার।