বাংলাদেশের ডেঙ্গুবাহী মশা পশ্চিমবঙ্গে যাচ্ছে: মমতা

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়/ ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়/ ছবি: সংগৃহীত

বাংলাদেশ থেকে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা ভারতের পশ্চিমবঙ্গে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবার (১ আগস্ট) কলকাতার নজরুল মঞ্চে ‘সবুজ বাঁচাও, পরিষ্কার থাক’ শীর্ষক এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন মমতা।

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গের এই মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ডেঙ্গু মহামারি রূপ নিচ্ছে। এ বিষয়ে পশ্চিমবঙ্গের বাড়তি সতর্কতা নিতে হবে। কেননা ওপার বাংলার মশা এপারে আসে। আবার এপার থেকে ওপারে যায়। দুই পারে বহু মানুষ যাতায়াত করে। পশ্চিমবঙ্গে ডেঙ্গু ছড়ানোর পেছনে বাংলাদেশের মশার ভূমিকা থাকতে পারে।’

পশ্চিমবঙ্গের অধিবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে কিছু হলে সেটির প্রভাব পশ্বিমবঙ্গে পড়ে। তাই এখন থেকেই সীমান্ত এলাকাগুলোতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নিতে হবে আমাদের।’

কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বরাত দিয়ে মমতা বলেন, ‘ফিরহাদ আমাকে জানিয়েছে- বাংলাদেশে অসম্ভব রকমের ডেঙ্গু হচ্ছে। মনে রাখতে হবে, বায়ু ও জল আমাদের দুই বাংলার মধ্যে যাতায়াত করে। সেই বায়ু আর জল ধরেই মশা ভারতে কামড়ে দিয়ে ওপার বাংলায় চলে গেল, আবার ওপার বাংলায় কামড়ে দিয়ে এপারে চলে এলো। এভাবেই ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। আমাদের সাবধান থাকতে হবে।’

পশ্চিমবঙ্গেও ডেঙ্গু ছড়িয়ে পড়ছে- উদাহরণ দিতে গিয়ে মমতা জানান, ইতোমধ্যে পশ্চিমবঙ্গে ৭০০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। উত্তর ২৪ পরগনার সীমান্তবর্তী হাবড়া এলাকায় সবচেয়ে বেশি ডেঙ্গু ছড়িয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাবড়া হাসপাতালে রোগী-চিকিৎসকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরে পুলিশ এসে তিনজনকে গ্রেফতার করে।