সিমলায় বাংলাদেশি শিক্ষার্থীর আত্মহত্যা

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

সিমলার এপি গয়াল বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন/ ছবি: সংগৃহীত

সিমলার এপি গয়াল বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন/ ছবি: সংগৃহীত

ভারতের সিমলায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৯ বছর বয়সী এক বাংলাদেশি ছাত্র আত্মহত্যা করেছেন। সিমলায় ভাড়া বাসায় আজিজুল ইসলাম নামে ঐ শিক্ষার্থী আত্মহত্যা করেন। তার বাবা শহীদুল ইসলাম বাংলাদেশের একজন রাজনীতিবিদ বলে জানা গেছে।

সিমলার এপি গয়াল বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী জানান, মৃত আজিজুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে থাকতেন না। বাইরে বাসা নিয়ে থাকতেন। তার বাবা শহীদুল ইসলাম গত ডিসেম্বরে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আজিজুল এপি গয়াল বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশনে পড়তেন। বাংলাদেশের রংপুরের তারাগঞ্জে তার বাড়ি।

সিমলার জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা উমাপতি জামওয়াল গণমাধ্যমকে বলেন, ‘কোড অব ক্রিমিনাল প্রসিডিউর এর ১৭৪ ধারার অধীনে একটি মামলা হয়েছে। আমরা বাংলাদেশ দূতাবাসেও লিখিত জানিয়েছি। এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর কারণ সঠিকভাবে বলা যাবে ময়নাতদন্তের পরই।’

জামওয়াল বলেন, ‘আমরা ঘটনাস্থলে আত্মহত্যার কোনো চিরকুটও পাইনি।’