মুরসির মৃত্যুর দায় মিশরের অভ্যুত্থানকারী সরকারের

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কারাভোগ অবস্থায় মুরসি, ছবি: বার্তা২৪

কারাভোগ অবস্থায় মুরসি, ছবি: বার্তা২৪

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ) মুরসির মৃত্যুর জন্য মিশরের 'অভ্যুত্থানকারী সরকার'- কে দায়ী করেছে।

সোমবার (১৭ জুন) রাতে সংগঠনটি এক বিবৃতিতে বলেছে, ‘মিশরের বর্তমান সরকার কারাগারে সাবেক প্রেসিডেন্ট মুরসির চিকিৎসার জন্য প্রয়োজনীয় কোন ব্যবস্থা নেয়নি।’

বিজ্ঞাপন

আরও পড়ুন: কায়রোতে সমাধিস্থ করা হবে মুরসিকে

মঙ্গলবার (১৮ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়, আদালত মুরসির জন্য পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করেনি। 

মিশরের বর্তমান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসি ২০১৩ সালের আগস্ট মাসে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মুরসির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেন।

উল্লেখ্য, সোমবার (১৭ জুন) সেনাবাহিনী কর্তৃক ক্ষমতাচ্যুত মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যু হয়েছে। দেশটির আদালতে তার মৃত্যু হয়েছে।

গুপ্তচরবৃত্তির এক মামলায় দেশটির আদালতের মুখোমুখি হয়েছেন সাবেক এ প্রেসিডেন্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। এর আগে ২০১৩ সালে দেশটির সেনাবাহিনী কর্তৃক ক্ষমতাচ্যুত হন তিনি।

২০১২ সালে ক্ষমতায় আসেন মুসলিম ব্রাদারহুডের এই নেতা। তার ক্ষমতায় আসার মাধ্যমেই তৎকালীন প্রেসিডেন্ট হুসনি মুবারকের দীর্ঘ সময়ের ক্ষমতার অবসান ঘটে।