কায়রোতে সমাধিস্থ করা হবে মুরসিকে

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মুরসির ব্যানার হাতে সমর্থকরা, ছবি: সংগৃহীত

মুরসির ব্যানার হাতে সমর্থকরা, ছবি: সংগৃহীত

মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট মুরসিকে রাজধানী কায়রোর মেশিন্যান্ট নাসোরে সমাধিস্থ করা হবে।

মঙ্গলবার ( ১৮ জুন) মুরসির ব্যক্তিগত আইনজীবী এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

বিজ্ঞাপন

তিনি জানান, মুরসিকের পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত থাকবে।

আরও পড়ুন: আদালতে মৃত্যু মিশরের সাবেক প্রেসিডেন্ট মুরসির

উল্লেখ্য, সোমবার (১৭ জুন) সেনাবাহিনী কর্তৃক ক্ষমতাচ্যুত মিশরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির মৃত্যু হয়েছে। দেশটির আদালতে তার মৃত্যু হয়েছে।

গুপ্তচরবৃত্তির এক মামলায় দেশটির আদালতের মুখোমুখি হয়েছেন সাবেক এ প্রেসিডেন্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। এর আগে ২০১৩ সালে দেশটির সেনাবাহিনী কর্তৃক ক্ষমতাচ্যুত হন তিনি।

২০১২ সালে ক্ষমতায় আসেন মুসলিম ব্রাদারহুডের এই নেতা। তার ক্ষমতায় আসার মাধ্যমেই তৎকালীন প্রেসিডেন্ট হুসনি মুবারকের দীর্ঘ সময়ের ক্ষমতার অবসান ঘটে।