নিউজিল্যান্ডে মসজিদে হামলা

ক্রাইস্টচার্চে হামলাকারীদের একজন অস্ট্রেলিয়ার নাগরিক

  • আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলাকারীদের একজন জন্মসূত্রে অস্ট্রেলিয়ার নাগরিক বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন।

শুক্রবার (১৫ মার্চ) ক্রাইস্টচার্চে ভয়াবহ হামলায় নিহতের ঘটনায় শোক প্রকাশ করেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। শোক প্রকাশের জন্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য দেন। তবে হামলাকারীর পূর্ণাঙ্গ পরিচয় জানানো হয়নি।

বিজ্ঞাপন

এ সময় স্কট মরিসন বলেন, ‘অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সম্পর্ক শুধু মিত্রতা আর পার্টনারের নয় আমরা একটি পরিবারের মতো। আমরা একে অপরের কাজিন। এই হামলার ঘটনায় আমরা মর্মাহত, হতভম্ব এবং ক্ষুব্ধ।‘

উল্লেখ্য শুক্রবার (১৫ মার্চ) দুপুর ১টা ৪০ (নিউজিল্যান্ড সময় অনুযায়ী) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ জন নিহত হয়েছে।

এ ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মাইক বুশ।