হর্ষবর্ধন শ্রিংলাকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাকে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেছে দেশটি।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপিতে তার নিয়োগের বিষয়টি জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারত সরকারের বিবৃতিটি নিজের ব্যক্তিগত ফেসবুকে

বিজ্ঞাপন

২০১৫ সালের নভেম্বর থেকে ভারতের হাইকমিশনার হয়ে  ঢাকায় দায়িত্ব পালন করছেন হর্ষবর্ধন শ্রিংলা। এ বছর তার মেয়াদ শেষ হওয়ার কথা।  শ্রিংলার স্থলাভিষিক্ত হয়ে বাংলাদেশে হাইকমিশনার হয়ে আসতে পারেন রিভা গাঙ্গুলি দাস। তিনি এখন দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বপালন করছেন।

বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে আসার আগে শ্রিংলা ব্যাংককে ভারতের হাইকমিশনারের দায়িত্ব পালন করেন। বিভিন্ন দেশে ভারতের প্রতিনিধি হয়ে কূটনৈতিক দায়িত্ব পালন করে শ্রিংলা। পেশাদার এ কূটনিতক দিল্লির সেইন্ট স্টিফেন কলেজ থেকে গ্রাজুয়েশন করেন। তিনি নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে মাল্টিলেটারাল ডিপ্লোমেসি অ্যান্ড কনফ্লিক্ট প্রিভেনশন বিষয়ে পড়াশুনা করেছেন।