পাকিস্তানে চীনা কনস্যুলেটে হামলা, নিহত ৫

  • আন্তর্জাতিক ডের্স্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

চীনা কনস্যুলেটের হামলা শেষে নিরাপত্তা ব্যবস্থা / ছবিঃ সংগৃহীত

চীনা কনস্যুলেটের হামলা শেষে নিরাপত্তা ব্যবস্থা / ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের করাচিতে অবস্থানরত চীনের কনস্যুলেটে সন্ত্রাসী হামলায় দুই পুলিশ সদস্যসহ পাঁচজন নিহত হয়েছে।

শুক্রবার (২৩ নভেম্বর) দুপুরের দিকে ঘটনাটি ঘটে। পাকিস্তানের সেনাবাহিনীর বরাত দিয়ে  কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করে।

বিজ্ঞাপন

পাকিস্তানের দক্ষিণাঞ্চলের শহর করাচিতে অবস্থিত চীনের কনস্যুলেট। শুক্রবার দুপুরের দিকে চারজন বন্দুকধারী কনস্যুলেটে প্রবেশ করতে চাইলে নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দেয়। এসময় বিচ্ছিন্নভাবে গুলি ছোড়ে হামলাকারীরা।

পরবর্তীতে পুলিশের সাথে গুলি বিনিময় হলে দুই পুলিশ সদস্যসহ তিনজন হামলাকারী নিহত হয়।

কিন্তু চীনের কনস্যুলেটে কর্তব্যরত কারোর ক্ষয় ক্ষতি হয়নি বলে জানায় দেশটির সেনাবাহিনী।

তবে হামলা শেষে সেখানকার পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রী শাহ্‌ মেহমুদ কোরেশী।