১৫ ডিসেম্বর থেকে রোহিঙ্গা প্রত্যাবর্তন

  • স্পেশাল করেসপন্ডেন্ট
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

আগামী ১৫ ডিসেম্বর থেকে বাংলাদেশ থেকে রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেয়া হবে বলে জানিয়েছে মিয়ানমার সরকার। প্রথম দফায় ২ হাজার ২৬০ জনকে ফিরিয়ে নেয়া হবে।

মিয়ানমার এবং বাংলাদেশ গত আগস্টে এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে দ্রুত রাখাইন থেকে দেশান্তরিত রোহিঙ্গাদের পুনঃবাসনের বিষয়ে একমত পোষণ করেন। 

বিজ্ঞাপন

চায়নার সরকারি সংবাদ সংস্থ্যা জিনহুয়া এই তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার ও বাংলাদেশ- দুটি দেশই যৌথভাবে রিসিপশন সেন্টার, ট্রানজিট ক্যাম্প, সন্ত্রাসবাদ প্রতিরোধ, সীমান্তে মাদক চোরাচালানসহ বিভিন্ন ইস্যুতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে।

মিয়ানমার দেশের অভ্যন্তরে এবং আর্ন্তজাতিক মহলকেও স্বাগত জানিয়েছে দেশটিতে রাখাইন প্রদেশে চলমান রোহিঙ্গা সংকট নিরসনে একসঙ্গে কাজ করার জন্যে।

পুনঃবাসনের পাশাপাশি রাখাইন প্রদেশে স্পেশাল অ্যাডভাইজরি কমিশন গঠনও করেছে মিয়ানমার সরকার। এছাড়াও জুন মিয়ানমার জাতিসংঘ উন্নয়ক কর্মসূচী (ইউএনডিপি) এবং জাতিসংঘ শরণার্থী অধিকার বিষয়ক সংস্থ্যাকে (ইউএনএইচআর) সাহায্য করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছে।