বিএনপি নেতা সোহেলকে কারা ফটকে গ্রেফতার না করার নির্দেশ

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলকে কারামুক্তির পর মামলা ছাড়া কারা ফটক থেকে গ্রেফতার বা হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

কারা ফটক থেকে গ্রেফতার এড়াতে হাবিব-উন নবী খান সোহেলের করা আবেদনের শুনানি শেষে সোমবার (৮ জুলাই) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তাকে সহায়তা করে আইনজীবী এম মাসুদ রানা।

বিজ্ঞাপন

পরে আইনজীবী এম মাসুদ রানা সাংবাদিকদের জানান, জামিনের পর কারামুক্তি হলে আবার গ্রেফতার করা হচ্ছিল সোহেলকে। এ কারণে মামলা ছাড়া কারা ফটক থেকে গ্রেফতার বা হয়রানি বন্ধের জন্য তিনি আবেদন করেন হাইকোর্টে। আদালত আবেদনটি মঞ্জুর করে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন, মুক্তির পর তাকে যেন কারা ফটক থেকে গ্রেফতার বা হয়রানি না করা হয়।

মাসুদ রানা আরও জানান, সোহেলের বিরুদ্ধে প্রায় ছয়শ’ মামলা রয়েছে। গত ৩ জুলাই পল্টন ও রমনা থানার দুই মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন হয় তার।

২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি রাজধানীর মালিবাগ থেকে সোহেলকে গ্রেফতার করা হয়। তখন থেকে তিনি কারাগারে।