বিনিয়োগকারীরা কিছু পায় না: ডিএসই পরিচালক

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন, ছবি: সংগৃৃহীত

ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন, ছবি: সংগৃৃহীত

ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, 'পুঁজিবাজারের যেসব বিনিয়োগকারী আছেন, তারা বাজারের ওপর আস্থা প্রতিনিয়ত হারিয়েছেন এবং হারাচ্ছেন। আলোচনা অনেক হয়, কিন্তু বিনিয়োগকারীরা হাতে কিছু পায় না।'

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ইমন বলেন, 'আমরা কথায় কথায় বাজারের আস্থার কথা বলি। অর্থনীতির সংকট যেটা, তারল্য সংকট যেটা, বাংলাদেশ ব্যাংক সম্পর্কিত সংকটের বিষয়টি অনেক উপরের বিষয়। এটা অনেক বিশাল আস্থার জায়গা। এ জায়গাটি ঠিক করার ক্ষেত্রে আমাদের কিছু প্রতিক্রিয়া আছে। সেখানে আমরা কিছু কাজ করতে চাই। আমরা কথায় কথায় বলি বাজারে ভাল মানের আইপিও আসছে না। আসলে ভাল মানের আইপিও বলতে কিছু নেই। আইপিওতে যেসব কোম্পানি আসে তাদের আর্থিক প্রতিবেদনের মান নিয়ে আমরা বলতে পারি।'

তিনি বলেন, 'প্রসপেক্টাসে যে আর্থিক প্রতিবেদন থাকে যেটা কোম্পানি তৈরি করে। ইস্যু ম্যানেজার তা নিয়ে আসেন এবং অডিটর সেটায় স্বাক্ষর করে বাজারে নিয়ে আসেন। বাজারে আসার আগে সেই আর্থিক প্রতিবেদনে কোম্পানির যে তথ্য থাকে, আইপিও আসার ২-৩ বছর পর সেই পিকচারটা আর থাকে না। বিনিয়োগকারী এই জায়গায় তার আস্থাটা প্রতিনিয়ত হারাচ্ছেন।'

ডিএসই পরিচালক বলেন, 'সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কাছে যে আর্থিক প্রতিবেদন আসে, তারা কিন্তু এটাকে বিশ্বাস করতে চায়। কিন্তু উদ্যোক্তা টাকা তুলে নেওয়ার পরে মনিটরিংয়ের অভাবেই হোক আর মনিটরিং করার পরেও যদি কোম্পানির আর্থিক অবস্থা খারাপ হয় তখন বিএসইসির তেমন কিছু করার থাকে না। তাই আগের পর্যায়ে আমরা যদি ভালো কোনো ভূমিকা রাখতে পারি সেক্ষেত্রে বিনিয়োগকারী টাকাও হারাবে না, আস্থার জায়গাও ফিরে পাবে।'