পিপলস লিজিংয়ের অবসায়ন

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

অবশেষে আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে অবসায়ন (লিকুইডেশন) সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১০ জুলাই) বিকালে গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম।

তিনি বলেন, আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে অবসায়ন করা হবে। প্রতিষ্ঠানটির আমানতের পরিমাণ ২ হাজার ৩৬ কোটি টাকা। সম্পদের পরিমাণ ৩ হাজার ২৪৯ কোটি টাকা। সম্পদের চাইতে আমানতের পরিমাণ বেশি।

বিজ্ঞাপন

তিনি জানান, আমরা আমানতকারীদের অর্থ ফিরিয়ে দেব। কাজেই কোনো আমানতকারীর দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কারণ নেই।

উল্লেখ্য, বাংলাদেশে এই প্রথম আর্থিক কোনো প্রতিষ্ঠানের অবসায়ন হলো। দেশে বর্তমানে ৩২টি আর্থিক প্রতিষ্ঠান ও ৫৭টি ব্যাংক রয়েছে।