ডিএসইতে সূচকের ওঠানামা, বাড়ছে সিএসইতে

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

দেশের দুই পুঁজিবাজার/ ছবি: বার্তা২৪.কম

দেশের দুই পুঁজিবাজার/ ছবি: বার্তা২৪.কম

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বৃহস্পতিবার (৪ জুলাই) সূচকের ওঠানামা প্রবণতায় লেনদেন চলছে।

তবে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক বাড়ছে। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে প্রায় এক পয়েন্ট এবং সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ২২ পয়েন্ট।

বিজ্ঞাপন

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯৫ কোটি ৩৮ লাখ টাকা এবং সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৯ লাখ টাকা। ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

ডিএসই

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক কমে যায়। প্রথম পাঁচ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ১২ পয়েন্ট। এরপর থেকে সূচক কমতে থাকে। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক বাড়ে পাঁচ পয়েন্ট। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক ছয় পয়েন্ট বাড়ে। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক বাড়ে তিন পয়েন্ট। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক দুই পয়েন্ট বাড়ে। এরপর থেকে সূচক নেতিবাচক হতে থাকে। বেলা ১১টায় সূচক প্রায় এক পয়েন্ট কমে দাঁড়ায় পাঁচ হাজার ৩৭১ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক তিন পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯০৬ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহসূচক এক পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২৩২ পয়েন্টে।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৯৫ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫৯টির, কমেছে ৯৫টির এবং অপরিবর্তীত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ারের দাম।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, রানার অটোমোবাইল, ঢাকা ইন্স্যুরেন্স, সিলকো ফার্মা, প্যারামাউন্ট টেক্সটাইল, বাংলাদেশ সাবমেরিন কেবল, সিঙ্গার বিডি, ন্যাশনাল পলিমার, বিপিএমএল এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স।

সিএসই

অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ২২ পয়েন্ট বেড়ে ১০ হাজার পাঁচ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৪৭ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ২০ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৮৫ পয়েন্টে অবস্থান করে।

এদিন বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- ঢাকা ইন্স্যুরেন্স, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, আইসিবি সোনালী ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সানলাইফ ইন্স্যুরেন্স, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এবং এইচআর টেক্সটাইল।