নতুন বিদ্যুৎ কেন্দ্র অধিগ্রহণ করবে ইউনাইটেড পাওয়ার

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লেভিয়াথান গ্লোবাল বিডি নামে নতুন একটি বিদ্যুৎ কেন্দ্র অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ইউনাইটেড পাওয়ার নতুন ওই কেন্দ্রটির তিন লাখ বা ৭৫ শতাংশ সাধারণ শেয়ার অধিগ্রহণ করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ধরা হয়েছে ১০ টাকা।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, লেভিয়াথান গ্লোবাল বিডি একটি ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র। যা এলজিবিডি ইউনাইটেড এন্টারপ্রাইজের সাবসিডিয়ারি একটি প্রতিষ্ঠান। কোম্পানিটি চট্টগ্রামের কর্ণফুলী রফতানি প্রক্রিয়াকরণ এলাকার (কেইপিজেড) মধ্যে অবস্থিত। ৩০ বছর মেয়াদের এ অধিগ্রহণের মেয়াদ শেষ হলে আবার ৩০ বছর মেয়াদ বাড়ানো যাবে। আগামী ১ জুলাই থেকে এই শেয়ার কেনার সিদ্ধান্ত কার্যকর হবে।