পুঁজিবাজারে সূচক বেড়ে লেনদেন চলছে

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

প্রতীকী

প্রতীকী

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচক বেড়ে চলছে দিনের কার্যক্রম।

সোমবার (১০ জুন) বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২২ পয়েন্ট ও সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বেড়েছে ৩৪ পয়েন্ট।

বিজ্ঞাপন

এছাড়াও একই সময়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৫২ কোটি ৩৩ লাখ টাকা ও সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ২৪ লাখ টাকা।

ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই
সোমবার ডিএসইতে লেনদেনের শুরুতেই সূচক বাড়ে। লেনদেন শুরু হয় সকাল সাড়ে ১০টায়, শুরুতেই সূচক বেড়ে যায়। প্রথম ১০ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ১১ পয়েন্ট। এরপর থেকে সূচক ওঠানামার মধ্যে বাড়তে থাকে। বেলা ১০টা ৫০ মিনিটের পর সূচক ১৩ পয়েন্ট বাড়ে। বেলা ১১টায় সূচক বাড়ে ১৪ পয়েন্ট। বেলা ১১টা ২০ মিনিটে সূচক বাড়ে ২১ পযেন্ট ও বেলা সাড়ে ১১টায় সূচক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৪২৫ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯৬ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২২৮ পয়েন্টে।

এদিন বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৫২ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। একই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯১টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ারের দাম।

বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে— আলিফ ইন্ডাস্ট্রিজ, খুলনা পাওয়ার, ইউনাইটেড পাওয়ার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ব্রিটিশ আমেরিকান টোবাকো, সাফকো স্পিনিং, আমান ফিড, বিবিএস কেবল, ইস্টার্ন হাউজিং ও সিভিও পেট্রোকেমিক্যাল।

সিএসই
একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ৩৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৩৯ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ৩৮২ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৫৬ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৫৭৫ পয়েন্টে অবস্থান করে।

সোমবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

একই সময়ে দাম বাড়ার ভিত্তিতে সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো— সাফকো স্পিনিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, শাহজিবাজার পাওয়ার, ফার্স্ট প্রাইম মিউচ্যুয়াল ফান্ড, সিএনএ টেক্সটাইল, বিডি কম, মালেক স্পিনিং, সিভিও পেট্রোকেমিক্যাল, প্রাইম টেক্সটাইল এবং রিজেন্ট এয়ারওয়েজ।