আইপিডিসির রাইট শেয়ারে আবেদন শুরু ১০ জুলাই

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আইপিডিসির রাইট শেয়ারে আবেদন নেওয়া শুরু হবে আগামী ১০ জুলাই। চলবে ৩১ জুলাই পর্যন্ত চলবে। আর এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ জুন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা কোম্পানিটি ১:২ অনুপাতে অর্থাৎ দু’টি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ারের মাধ্যমে ১১ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৮৪০টি শেয়ার ছেড়ে বাজার থেকে ১৪১ কোটি ৩৬ লাখ ৮২ হাজার ৮০ টাকা উত্তোলনের অনুমোদন দেয়। এ জন্য ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ টাকা।

রাইট শেয়ার ছেড়ে তোলা টাকা দিয়ে কোম্পানিটি মূলধনের পর্যাপ্ততা পূরণ তথা মূলধনের ভিত্তি শক্তিশালী করবে এবং কোম্পানির বিনিয়োগ কার্যক্রম রিটেইল লোন, এসএমই লোন, করপোরেট লোন ইত্যাদি বাড়বে।