বিজিএমইএ নির্বাচন: স্বাধীনতা পরিষদের ওপর নাখোশ ভোটাররা!

  • ঊর্মি মাহবুব, সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতিতে (বিজিএমইএ) দীর্ঘ পাঁচ বছর পর নির্বাচন হতে যাচ্ছে। নির্বাচনে ফোরাম ও পরিষদের ঐক্যবদ্ধ জোট এবং স্বাধীনতা পরিষদ নামে নতুন একটি সংগঠন অংশ নিচ্ছে। তবে অনেক সাধারণ ভোটার স্বাধীনতা পরিষদের নেতাদের উপর নাখোশ বলে জানা গেছে।

সূত্র জানায়, নির্বাচনকে সামনে রেখে ফোরাম ও পরিষদ সমঝোতার কমিটি চাইলেও বাঁধ সাধে স্বাধীনতা পরিষদ। শুরু থেকেই সমঝোতা না করে নির্বাচনের দাবি তোলে নতুন এই সংগঠনটি। পরবর্তীতে নানা আলোচনা সমালোচনার পর নির্বাচনের পথেই হাঁটে বিজিএমইএ।

বিজ্ঞাপন

বিজিএমইএ এর সদস্য ও জারা ফ্যাশন জিন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মেহেদী হাসান রানা বার্তা২৪.কম-কে বলেন, ‘স্বাধীনতা পরিষদের নেতারা নির্বাচনের ডাক দিয়ে ঘরে বসে আছেন। তারা হয়তো মনে করেন, তাদের সাধারণ ভোটারদের প্রয়োজন নেই। তবে ফোরাম ও পরিষদের প্যানেল লিডার রুবানা হক আমাকে তিন দিন ফোন দিয়েছেন, অফিসেও আসতে চেয়েছেন। তাহলে ভোটটা কাকে দেওয়া উচিত? নির্বাচনে স্বাধীনতা পরিষদ যে নতুন, সেটা তাদের আচরণেই বোঝা যায়।’

অন্যদিকে স্বাধীনতা পরিষদের নেতৃত্ব নিয়েও নানা সংকট রয়েছে বলে জানিয়েছেন বিজিএমইএ এর আরেক সদস্য। তবে নাম প্রকাশ না করার শর্তে তিনি বার্তা২৪.কম-কে বলেন, ‘বিজিএমইএ এর মতো শক্তিশালী একটি সংগঠনের নির্বাচন এতো সহজ না। স্বাধীনতা পরিষদের নেতাদের মধ্যেই নেতৃত্ব নিয়ে নানা সংশয় আছে। তারা প্রত্যেকেই নিজেকে নেতা ভাবেন। তাই তারা সাধারণ ভোটারদের কাছে যাচ্ছেন না। তবে নির্বাচনে তাদের এমন আচরণের মাশুল দিতে হবে।’

তবে নেতৃত্বের সংকটের অভিযোগ অস্বীকার করে স্বাধীনতা পরিষদের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম বার্তা২৪.কম-কে বলেন, ‘আমাদের মধ্যে কোনো নেতৃত্ব সংকট নেই। আমরা সবাই এক হয়ে কাজ করছি। সব ভোটারদের সাথেই যোগাযোগের চেষ্টা করছি। এর মধ্যে দুই একজন বাদ পড়তে পারেন। তাদের সাথেও আমরা যোগাযোগ করবো।’

প্রসঙ্গত, আগামী ৬ এপ্রিল বিজিএমইএ এর নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন এক হাজার ৯৯৫ জন সদস্য। সেদিন সাধারণ ভোটাররা ভোট দিয়ে ৩৫ জন পরিচালক নির্বাচিত করবেন। তবে এর মধ্যেই চট্টগ্রাম অঞ্চলের ৯ পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সেই হিসেবে শুধু ঢাকা অঞ্চলের ২৬ জন পরিচালক নির্বাচিত করার সুযোগ পাবেন ভোটাররা। নির্বাচিত ৩৫ জন পরিচালক একজন সভাপতি ও ৭ জন সহ-সভাপতি নির্বাচিত করবেন।

উল্লেখ্য, এর আগে ১০ বার বিজিএমইএ এর নেতৃত্ব দিয়েছেন পরিষদের সদস্যরা এবং তিন বার নেতৃত্বে ছিলেন ফোরামের সদস্যরা। এখন দেখার বিষয় আগামী নির্বাচনে কোন প্যানেল বিজিএমইএ এর নেতৃত্ব দেয়।