লাইফ লাইন গার্মেন্টসগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া উচিত

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪ ডটকম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

চট্টগ্রাম: দেশের অর্থনীতির অন্যতম লাইফ লাইন গার্মেন্টস খাতের কোম্পানিগুলো পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া উচিত বলে মনে করেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) রজতজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

ভূমি প্রতিমন্ত্রী বলেন, ‘পুঁজিবাজারে ফটকাবাজ কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে আরও শক্তিশালী হতে হবে। কোন কোম্পানি কী কাজ করছে সেগুলো দেখভাল করতে হবে। পুঁজিবাজারে আসার জন্য ভালো ভালো কোম্পানিগুলোকে উদ্বুদ্ধ করতে হবে। তাদেরকে জায়গা দিতে হবে, ব্যবসার সুযোগ দিতে হবে।’

সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন,‘পুঁজিবাজারের উন্নয়নের জন্য পলিসি সাপোর্ট ও রেগুলেটরি অথরিটি আরও উদ্যোগী হওয়ার প্রয়োজন আছে। সময়ের সঙ্গে চিন্তাভাবনা করে এগোতে হবে। উন্নয়নশীল দেশে দীর্ঘমেয়াদি অর্থায়ন হয় পুঁজিবাজার থেকে। আমাদের দেশে সেটা হচ্ছে না। এখানে ব্যাংক খাত থেকেই দীর্ঘমেয়াদি অর্থায়ন হচ্ছে। অথচ স্বল্পমেয়াদি অর্থায়ন হওয়া উচিত ব্যাংক খাত থেকে। ব্যবসায়ীরা কেন ব্যাংকের পেছনে দৌড়ায়?’

দেশের ক্রমবর্ধমান অর্থনীতির পেছনে বেসরকারি খাতের ভূমিকা তুলে ধরে তিনি বলেন, ‘যখন বেসরকারি ব্যাংক ছিল না তখন সরকারি ব্যাংকের ব্যবস্থাপকদের কাছে ধন্না দিতে হতো ঋণের জন্য। এখন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হওয়ায় তারা উদ্যোক্তাদের কাছে ধন্না দিচ্ছেন।’

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিএসইসির কমিশনার ড. স্বপন কুমার বালা। কি নোট স্পিকার ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আকতার হোসেন ও সিএসইর পরিচালক মেজর (অব.) এমদাদুল ইসলাম। প্যানেল আলোচক ছিলেন বিজিএমইএর সাবেক সহ-সভাপতি এমএ সালাম ও দৈনিক পূর্বকোণের পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী।

সিএসই পরিচালক ডা. মঈনুল ইসলাম মাহমুদের সভাপতিত্বে সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান, লোটাস সিকিউরিটিজের আবুল বাশার ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন সিএসইর এমডি এম সাইফুর রহমান মজুমদার এবং সিডিবিএলের এমডি শুভ্র কান্তি চৌধুরী।