পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৮ হাজার টাকা

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

 

পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রধানমন্ত্রীর নির্দেশে ৮ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।

তিনি বলেন, দেশের সর্ববৃহৎ শিল্প পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ হয়েছে ৮ হাজার টাকা। মালিকপক্ষ ও শ্রমিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী। মালিক ও শ্রমিকপক্ষ উভয়ই ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা হওয়ায় খুশি হয়েছেন।

এর আগে ১৩ সেপ্টেম্বর দুপুর তিনটায় রাজধানীর তোপখানা রোডে নিম্নতম মজুরি বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বোর্ডের সদস্যরা শ্রম মন্ত্রণালয়ের যান। এরপর শ্রমপ্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু প্রধানমন্ত্রীর এই নির্দেশনা সকলকে জানান।