দশ দিন ধরে চলল লড়াই। কোর্টের বাইরের লড়াইয়ে নোভাক জোকোভিচের প্রতিপক্ষ ছিল প্রাণঘাতী করোনাভাইরাস। লড়াইয়ে শেষ হাসিটা হাসলেন সার্বিয়ান এই সুপারস্টারই। অদৃশ্য শত্রুকে হারালেন কোনো ঝামেলা ছাড়াই। কোভিড-১৯’র বিপক্ষে তার পারফরম্যান্সটা ছিল বিশ্ব টেনিসের নাম্বার ওয়ান তারকার মতোই। তাই তো করোনা মুক্ত হলেন অল্প দিনের ব্যবধানে।
জোকোভিচ একা নন। করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে এ ১৭ গ্র্যান্ড স্ল্যামের মালিকের স্ত্রী জেলেনারও।
বেশ কয়েকজন শীর্ষ সারির খেলোয়াড় নিয়ে সার্বিয়া ও ক্রোয়েশিয়াতে চ্যারিটি টেনিস টুর্নামেন্ট আদ্রিয়া ট্যুর আয়োজন করতে গিয়েই করোনায় আক্রান্ত হয়েছিলেন জোকোভিচ ও তার স্ত্রী।
সে সময় করোনায় পজিটিভ ধরা পড়েন ক্রোয়েশিয়ার বোর্না কোরিচ, বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রোভ ও ভিক্টর ট্রয়স্কিও।