করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে অনেকেই এখন গৃহবন্দী। গোটা বিশ্বের রাষ্ট্র প্রধানরাই তাদের নাগরিকদের ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন। অনেকেই নিয়ম মানছেন। কিন্তু শ্রমজীবি নিম্নবিত্তের মানুষরা রয়েছেন বিপাকে। জীবিকা বন্ধ তাদের। এমন কী খাবারের কষ্টও করছেন অনেকেই। এমন সময় গৃহবন্দী অনেকেই সোশ্যাল মিডিয়ায় খাবারের ছবি পোস্ট করছেন। ব্যাপারটায় রীতিমতো বিরক্ত সানিয়া মির্জা।
ভারতীয় এই টেনিস তারকাও গৃহবন্দী। ঘরে বসে অন্তর্জালে অনেকের খাবারের ছবি পোস্ট দেখে মেনে নিতে পারছেন না। সানিয়া বলছিলেন, ‘আপনাদের কি এখনও খাবারের ছবি দেওয়া পোস্ট করা শেষ হয়নি? অথচ অনেক মানুষ খাবার পাচ্ছেন না।’
সানিয়ার দেশ ভারতে চলছে ২১ দিনের লকডাউন। এ অবস্থায় গৃহবন্দী মানুষের সংখ্যাটাই বেশি। এমন সময়ে অনেকেই ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন নানা পোস্ট। ঘরের কাজ করছেন কেউ। আবার অনেকেই কেউ রান্না করছেন। এদের মধ্যে কেউ খাবারের রেসিপি আর ছবি দিয়ে দিচ্ছেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে।
এ অবস্থায় খাবারের ছবি পোস্ট করার বিরুদ্ধে কথা বললেন সানিয়া। এই টেনিস তারকা টুইটারে লিখেছেন ‘একবার ভাবুন, বিশ্বে ও আমাদের দেশে হাজার থেকে লাখ লাখ মানুষ পর্যাপ্ত খাবারটুকুও পাচ্ছেন না। অনাহারে মারা যাচ্ছেন অনেকেই। দিনে মাত্র একবার খাবারের জোগাড় করতে পারলে অনেকে নিজেদের ধন্য বলে মনে করছেন।’
প্রাণঘাতী ভাইরাস করোনার কারণে সবারই কাজ বন্ধ। এ অবস্থায় সবচেয়ে চাপে নিম্নবিত্তরা। যদিও অনেকেই দাঁড়াচ্ছেন তাদের পাশে। তবে সেই দাঁড়ানোটাও পর্যাপ্ত হচ্ছে না। খাবারের কষ্টে আছে অনেক পরিবার।