কয়েক দিন ধরেই একটা গুঞ্জন উড়ে বেড়াচ্ছিল গণমাধ্যমের আকাশে। বাতিল হতে যাচ্ছে উইম্বলডন চ্যাম্পিয়নশিপস। এবার সেই গুঞ্জনই সত্যি হলো। করোনাভাইরাস মহামারীর জন্য বাতিল হয়ে গেল টেনিসের মর্যাদাকর এই গ্র্যান্ড স্ল্যাম আসর। দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পর এই প্রথম উইম্বলডনের কোনো আসর বাতিল করল অল ইংল্যান্ড লন টেনিস ক্লাব।
টুর্নামেন্টটি হওয়ার কথা ছিল ২৯ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত।
ঘাসের কোর্টের মৌসুমের পুরোটাই পণ্ড হয়ে গেল। ১৩ জুলাইয়ের আগ পর্যন্ত পৃথিবীর কোথাও কোনো ধরনের পেশাদার টেনিস খেলা হবে না।
মে-তে শুরু হওয়ার কথা থাকলেও ফ্রেঞ্চ ওপেন হবে এখন ২০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত।
উইম্বলডন সর্বশেষ মেজর স্পোর্টিং ইভেন্ট যেটা বাতিল করা হলো। এর আগে ইউরো ২০২০, ২০২০ কোপা আমেরিকা ও ২০২০ টোকিও অলিম্পিক পিছিয়ে গেছে এক বছর।