করোনাভাইরাসের সংক্রমণ মহামারী আকার ধারণ করেছে। গোটা বিশ্ব এখন লড়ছে প্রাণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে। তার প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনেও। অন্যান্য টুর্নামেন্টের মতো পিছিয়ে গেছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম আসর ফ্রেঞ্চ ওপেন। ক্লে-কোর্টের এই টুর্নামেন্ট এখন হবে ২০ সেপ্টেম্বর-৪ অক্টোবর পর্যন্ত।
করোনা সঙ্কট যেভাবে প্রকট হয়েছে তাতে করে উইম্বলডন চ্যাম্পিয়নশিপও পূর্ব নির্ধারিত ২৯ জুন-১২ জুলাইতে আয়োজন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাহলে টেনিসের এই মর্যাদাকর মেজর টুর্নামেন্ট স্থগিত হয়ে যাচ্ছে, নাকি একেবারে বাতিলই করে দিবে আয়োজকরা?
কোনো ধরনের সিদ্ধান্তেই এখনো পর্যন্ত পৌঁছতে পারেনি অল ইংল্যান্ড ক্লাব। আগামী সপ্তাহেই তারা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছবে। টুর্নামেন্ট বাতিল বা স্থগিতের সিদ্ধান্ত নিবে আয়োজকরা। তবে দর্শকহীন স্টেডিয়ামে টুর্নামেন্টটি আয়োজনের সকল সম্ভাবনা বাতিল করা হয়েছে আগেই।
এটিপি ও ডব্লিউটিএ ট্যুরসহ সব ধরনের টেনিস খেলা স্থগিত করা হয়েছে ৭ জুন পর্যন্ত।