দেশের মানুষের সহায়তায় ফেদেরার ও মির্কা

টেনিস, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-19 13:52:39

তারকা ফুটবলার আর কোচরা যখন এগিয়ে এসেছেন আর্ত-মানবতার সেবায়। সেখানে টেনিস মহাতারকা রজার ফেদেরার বসে থাকেন কী করে? তাই তো স্ত্রী মির্কাকে নিয়ে দাঁড়ালেন অসহায় মানুষের পাশে। সুইজারল্যান্ডের অরক্ষিত পরিবারের সহায়তার জন্য দান করলেন এক মিলিয়ন সুইস ফ্রাঁ (৮ লাখ ৫৭ হাজার পাউন্ড)।

করোনাভাইরাস মহামারীর কারণে সরকারি-বেসরকারি সব ধরনের ইভেন্টের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সুইজারল্যান্ড সরকার। ১৯ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে অপরিহার্য নয় এমন সব ব্যবসা।

ইনস্টাগ্রাম পোস্টে ২০বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার অন্যদেরও উদ্বুদ্ধ করেছেন সহায়তা করতে। ৩৮ বছরের টেনিস মেগাস্টার লিখেন, ‘প্রত্যেকের জন্য সময়টা এখন চ্যালেঞ্জিং। কাউকে পিছনে রাখা উচিত নয়। আমাদের অংশগ্রহণ শুরু হলো কেবল। প্রত্যাশা করি, অন্যরাও আরো বেশি পরিবারের প্রয়োজন মেটাতে এগিয়ে আসবেন। একসঙ্গে আমরা এই সঙ্কট কাটিয়ে উঠতে পারব। সুস্থ থাকুন!’

গত সপ্তাহে ফেসবুকে জন্মভূমি রোমানিয়ায় মেডিকেল ইকুইপমেন্টের জন্য অর্থ সাহায্যের ঘোষণা দেন বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন সিমোনা হ্যালেপ।

 
 
 
View this post on Instagram

These are challenging times for everyone and nobody should be left behind. Mirka and I have personally decided to donate one million Swiss Francs for the most vulnerable families in Switzerland. Our contribution is just a start. We hope that others might join in supporting more families in need. Together we can overcome this crisis! Stay healthy! Dies sind herausfordernde Zeiten für uns alle und niemand sollte zurückgelassen werden. Mirka und ich haben beschlossen, persönlich eine Million Schweizer Franken für die am stärksten gefährdeten Familien in der Schweiz zu spenden. Unser Beitrag ist nur ein Anfang. Wir hoffen, dass sich andere anschließen, um noch mehr bedürftige Familien zu unterstützen. Gemeinsam können wir diese Krise überwinden! Bleibt gesund! Nous vivons une période difficile pour nous tous et personne ne doit être laissé pour compte. Mirka et moi avons décidé de personnellement faire don d'un million de francs suisses aux familles les plus défavorisées en Suisse. Notre contribution n'est qu'un début. Nous espérons que d'autres se joindront à nous pour aider encore plus de familles dans le besoin. Ensemble, nous pouvons surmonter cette crise! Restez en bonne santé!

A post shared by Roger Federer (@rogerfederer) on

এ সম্পর্কিত আরও খবর