শুরুতে পিছিয়েই পড়ে ছিলেন ছয়বারের অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন রজার ফেদেরার। তবে প্রথম সেটে হার মেনেই ঘুরে দাঁড়ান সুইজারল্যান্ডের এ টেনিস মহাতারকা। দাপটের সঙ্গে জিতে ফেদেরার পৌঁছে যান বছরের প্রথম এ গ্র্যান্ড স্ল্যাম আসরের কোয়ার্টার ফাইনালে।
এতে একটি রেকর্ডও গড়ে ফেললেন ফেদেরার। রেকর্ড ১৫বারের মতো মেলবোর্নের এ আসরের শেষ আটে নাম লেখালেন তিনি।
চতুর্থ রাউন্ডের লড়াইয়ে প্রতিপক্ষ মার্তন ফুকসভিসিসের কাছে শুরুর সেটে ফেদেরার হারেন ৪-৬ গেমে। কিন্তু পরের তিন সেটে ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ীর কাছে কোনো পাত্তাই পাননি হাঙ্গেরির এ খেলোয়াড়।
খোলা তলোয়ার হয়ে উঠা হাতের র্যাকেট দিয়ে ফুকসভিসিসকে রীতিমতো ৬-১, ৬-২ ও ৬-২ গেমে কচুকাটা করে ছেড়েছেন ফেদেরার।
শেষ আটের লড়াইয়ে ৩৮ বছরের ফেদেরার মোকাবেলা করবেন আমেরিকার টেননিস স্যান্ডগ্রেনকে।