এই ইভেন্টে ফেভারিট ছিল বাংলাদেশ। আর সেই স্বপ্নটাই আরেকবার সত্যি করে দেখালেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। জিতলেন স্বর্ণপদক। নেপালের পোখরায় নারীদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে তিনি এই স্বর্ণপদক জিতেন। এর আগে ২০১৬ সালের এস এ গেমসেও মাবিয়া আক্তার স্বর্ণপদক জিতেছিলেন। তবে তিন বছর আগের সেই গেমসে তিনি জিতেছিলেন ৭৪ কেজি ওজন শ্রেণিতে।
চলতি এস এ গেমসে এটি বাংলাদেশের পঞ্চম স্বর্ণপদক জয়। আগের চারটি স্বর্ণপদকের একটি এসেছে তায়কোয়ান্দোতে। বাকি তিনটি কারাতের বিভিন্ন ইভেন্টে।