এসএ গেমসের দশ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ পেয়ে বৃহস্পতিবার সবাইকে হতাশ করেছেন আব্দুল্লাহ হেল বাকি। শুক্রবার ১০ মিটার এয়ার পিস্তলে হতাশ করলেন আরদিনা ফেরদৌস। তবে স্বর্ণপদক না পেলেও রৌপ্য ঠিকই ছিনিয়ে নিয়েছেন তিনি।
কাঠমান্ডুর সাতদোবাতো আন্তর্জাতিক শ্যুটি কমপ্লেক্সে কুষ্টিয়ার এ শ্যুটার ২৩৪.৬ পয়েন্ট নিয়ে হয়েছেন ইভেন্টের দ্বিতীয় সেরা। আর ২৩৮.৪ পয়েন্ট নিয়ে স্বর্ণপদক পেয়েছেন ভারতীয় শ্যুটার শ্রী পরমানানথাম।
রৌপ্য পদক জিতে রেকর্ডও গড়ে ফেলেছেন আরদিনা। এসএ গেমসে প্রথম বাংলাদেশি নারী শ্যুটার হিসেবে এয়ার পিস্তলের এককে পদক পেয়েছেন তিনি।