দক্ষিণ এশিয়ান (এসএ) গেমসে পথ হারিয়েছে বাংলাদেশ। কারাতে থেকে এসেছে তিনটি স্বর্ণপদক। অন্যটি তায়কোয়ান্দো থেকে। বাকি ডিসিপ্লিনে থাকছে হতাশা আর আক্ষেপ। এরমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালেও যেতে হচ্ছে ক্রীড়াবিদদের।
নেপালের এই গেমসে অংশ নিতে গিয়ে এখন অসুস্থ হয়ে হাসপাতালে বাংলাদেশের দুই অ্যাথলিট জহির রায়হান ও আবু তালেব মাস্টার।
বৃহস্পতিবার ৪০০ মিটার স্প্রিন্টের হিটে তৃতীয় হয়ে ফাইনালে পা রেখে ছিলেন রায়হান। কিন্তু আসল লড়াইয়ের ট্র্যাকেই নামতে পারলেন না তিনি। শ্বাসকষ্টে কাবু হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে মাঠ থেকেই তাকে নিয়ে যাওয়া হয় নেপালের ব্লু ক্রস হাসপাতালে।
জরুরি বিভাগের চিকিৎসক পবন রাওয়াল জানাচ্ছিলেন, 'জহিরের হৃদস্পন্দন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এ অবস্থায় আমরা তাকে ফাইনালে অংশ নেওয়ার অনুমতি দিতে পারছি না।' অথচ ৪০০ মিটার স্প্রিন্টে পদক জয়ের স্বপ্ন দেখছিলেন তিনি।
একই সমস্যা নিয়ে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন আরেক অ্যাথলিট আবু তালেব। হিটে অষ্টম হয়ে ছিলেন তিনি। এ রিপোর্ট লেখার সময় নেপালের ব্লু ক্রস হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দুজনই এখন চিকিৎসা নিচ্ছেন হাসপাতালে।
কেনিয়ায় ২০১৭ সালে যুব অ্যাথলেটিকসে সেমিফাইনালে উঠে আলোচনায় আসেন জহির। এ বছরের জানুয়ারিতে জাতীয় অ্যাথলেটিকসে ৪০০ মিটারে রেকর্ড গড়ে স্বর্ণ জেতেন তিনি গত নভেম্বরে ভারতের অন্ধ্র প্রদেশে জুনিয়র অ্যাথলেটিকসে স্বর্ণপদক জেতেন এই অ্যাথলিট। কিন্তু হতাশা নিয়েই নেপাল থেকে ফিরতে হচ্ছে তাকে।
এর আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে ছিলেন স্বর্ণ কন্যা মারজান আক্তার প্রিয়া। দলীয় কারাতের ফাইনাল ইভেন্টে খেলতে নেমে ছিলেন তিনি। কিন্তু শ্রীলঙ্কান প্রতিপক্ষের ঘুষিতে কানের নিচে আঘাত পান। সেই ধাক্কা সইতে পারেননি। সঙ্গে সঙ্গে তাকে স্পোর্টস ম্যাট থেকে সরিয়ে নেওয়া হয়। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতাল থেকে মিলেছে সুখবর-এখন বিপদমুক্ত প্রিয়া!