অলিম্পিকের আগামী আসর ২০২০ সালে বসতে যাচ্ছে জাপানের টোকিওতে। জন্মভূমিতে অনুষ্ঠিতব্য গ্রেটেস্ট শো অব দ্য আর্থের এ আসরে নাওমি ওসাকা দেশের হয়ে অংশ নিবেন না তা কী হয়?
হ্যাঁ সেটাই করতে যাচ্ছেন জাপানিজ এ টেনিস তারকা। ২০২০ অলিম্পিকে জাপানের হয়েই অংশ নিবেন তিনি। এজন্য তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ছাড়তে যাচ্ছেন।
জাপানিজ-হাইতিজ মা-বাবার ঘরে ১৯৯৭ সালে ওসাকার জন্ম জাপানে। তিন বছর বয়সে তার পরিবার পাড়ি জমায় নিউইয়র্কে। এবং সেসুবাদে ওসাকা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান।
২১ বছরের মেগাস্টার ওসাকা জানান, জন্মভূমির হয়ে গেমসের ঘরোয়া আসরে অংশ নেওয়াটা তার ‘বিশেষ ইচ্ছা’। যদিও ওসাকা ডব্লিউটিএ ট্যুর ও ফেড কাপে জাপানের প্রতিনিধিত্ব করেন।
জাপানের আইন অনুযায়ী, বয়স ২২ বছর পূর্ণ হওয়ার আগে সে দেশের নাগরিকদের মধ্যে যাদের দ্বৈত নাগরিকত্ব রয়েছে অবশ্যই তাদেরকে যে কোনো একটি বেছে নিতে হবে। দুইবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী ওসাকা ২২ বছরে পা রাখতে যাচ্ছেন আগামী ১৬ অক্টোবর। তাই জাপানিজ নাগরিকত্ব নেওয়ার জন্য ওসাকা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছেন।