ইনজুরি কাটিয়ে কোর্টের লড়াইয়ে ফিরেই দুর্দান্ত ফর্মে রয়েছেন নোভাক জোকোভিচ। সুবাদে গত সপ্তাহে জিতেছেন জাপান ওপেন ট্রফি।
সার্বিয়ান এ সুপারস্টার এবার জয়রথটা চালিয়ে যাচ্ছেন সাংহাই মাস্টার্সেও। নিজের দুরন্ত পারফরম্যান্সের ধারাটা ধরে রেখে জোকোভিচ উঠে গেছেন চীনের এ টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে।
কোর্টে ফিরে এনিয়ে সাত ম্যাচ খেলে একটি সেটও হারেননি এ এক নম্বর বাছাই।
তৃতীয় রাউন্ডের যুদ্ধে জোকোভিচ হারিয়েছেন মার্কিন প্রতিপক্ষ জন ইসনারকে। ১৬বারের এ গ্র্যান্ড স্ল্যাম জয়ী ৭-৫ ও ৬-৩ গেমে ধরাশায়ী করেছেন ১৬তম বাছাই ইসনারকে।
শেষ আটের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ লড়বেন গ্রীক প্রতিপক্ষ স্তেফানোস সিতসিপাসের বিপক্ষে।