প্রথম সেটে হেরে পিছিয়েই পড়ে ছিলেন নাওমি ওসাকা। পরে ঘুরে দাঁড়িয়ে বিশ্বের নম্বর ওয়ান অ্যাশলেই বার্টিকে হারিয়ে চায়না ওপেনের শিরোপাই জিতে নিয়েছেন জাপানের এ মেগাস্টার।
রোমাঞ্চমাখা ফাইনালে বিশ্বের চতুর্থ সেরা ২১ বছরের ওসাকা জেতেন ৩-৬, ৬-৩ ও ৬-২ গেমে। এনিয়ে টানা দ্বিতীয় ট্রফি ঘরে তুললেন তিনি। এর আগে গত সেপ্টেম্বরে সাবেক নাম্বার ওয়ান ওসাকা চ্যাম্পিয়ন হন প্যান প্যাসিফিক ওপেনে।
অস্ট্রেলিয়ান প্রতিপক্ষ অ্যাশলেইকে দুই ঘন্টারও কম সময়ে ধরাশায়ী করে ক্যারিয়ারের দ্বিতীয় প্রিমিয়ার ডব্লিউটিএ শিরোপা জিতলেন ওসাকা।
ইউএস ওপেনের শেষ ষোল পর্ব থেকে বিদায় নেওয়ার পর এনিয়ে টানা দশ ম্যাচ জিতলেন দুই গ্র্যান্ড স্ল্যামের মালিক ওসাকা।