টি-টুয়েন্টির সঙ্গে ইউরোপিয়ান ফুটবল

বিবিধ, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 05:24:26

জিম্বাবুয়েকে হারিয়ে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে শুভসূচনা করেছে বাংলাদেশ। অলরাউন্ডার আফিফ হোসেনের ব্যাটিং ঝলকে ৩ উইকেটের জয় দিয়ে আফগান টেস্ট হারের ক্ষত কিছুটা হলেও শুকিয়ে নিয়েছে টাইগাররা।

আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) ফের মাঠে নামছে জিম্বাবুয়ে। এ ম্যাচ দিয়েই জয়ে ফিরতে চায় হ্যামিল্টন মাসাকাদজার দল। মাঠের লড়াইয়ে জিম্বাবুয়ের প্রতিপক্ষ আফগানিস্তান। লাল বলের লড়াইয়ে লাল-সবুজদের হারিয়ে চাঙ্গা রশিদ খানের দল জয়ের রঙে রাঙিয়ে নিতে চায় সিরিজে নিজেদের শুরুটা।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে জিম্বাবুয়ে-আফগানিস্তানের মধ্যকার ২০ ওভারের লড়াই ক্রিকেট অনুরাগীরা টিভির পর্দায় উপভোগ করতে পারবেন সন্ধ্যা সাড়ে ৬টা থেকে।

লন্ডনের ওভাল থেকে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার শেষ ও পঞ্চম টেস্টের তৃতীয় দিনের লাল বলের লড়াই টিভির পর্দায় সরাসরি দেখা যাবে বিকেল ৪টা থেকে। ইংল্যান্ডের প্রথম ইনিংসের (২৯৪) জবাবে অস্ট্রেলিয়া গুটিয়ে গেছে ২২৫ রানে। স্বাগতিক ইংলিশ শিবির দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৪ ওভারে তুলেছে ৯ রান।

১৩ দিনের বিরতি শেষে আজ শনিবার ফের মাঠে গড়াচ্ছে ইউরোপিয়ান লিগ ফুটবল। ইংলিশ প্রিমিয়ার লিগে বিকালে লিভারপুল আতিথ্য দিচ্ছে নিউক্যাসলকে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি যাবে নরউইচ সিটির মাঠ সফরে।

লা লিগায় বিকেল ৫টায় রিয়াল মাদ্রিদ নিজেদের মাঠে নামছে লেভান্তের বিপক্ষে। রাতে ন্যু ক্যাম্পে বার্সার প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া।

ইতালিয়ান সেরি এ তে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস মোকাবেলা করবে ফিওরেন্তিনাকে।

ক্রিকেট প্রেমীদের জন্য সাজানো রয়েছে টি-টুয়েন্টি রোমাঞ্চের পসরা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) জমজমাট প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে রোববার ভোর ৬টা থেকে। একমাত্র ম্যাচে সেন্ট কিটস এন্ড নেভিসের মুখোমুখি গায়ানা।

থাকছে কাবাডির লড়াইও। প্রো-কাবাডি লিগের ম্যাচ দর্শকরা টেলিভিশনের পর্দায় সরাসরি উপভোগ করতে পারবেন রাত ৮টা থেকে।

চলুন দেখে নেই শনিবার টেলিভিশনের পর্দায় কখন কী থাকছে-

ক্রিকেট
ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজ
আফগানিস্তান-জিম্বাবুয়ে
সরাসরি সন্ধ্যা সাড়ে ৬টা
বিটিভি, জিটিভি, ও স্টার স্পোর্টস সিলেক্ট টু

অ্যাশেজ সিরিজ
ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
পঞ্চম টেস্ট, তৃতীয় দিন
সরাসরি বিকেল ৪টা
সনি সিক্স

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ
সেন্ট কিটস-গায়ানা
সরাসরি রোববার ভোর ৬টা
স্টার স্পোর্টস ওয়ান

ফুটবল
লিভারপুল-নিউক্যাসল
সরাসরি বিকেল সাড়ে ৫টা
স্টার স্পোর্টস সিলেক্ট ১

নরউইচ-ম্যানসিটি
সরাসরি রাত সাড়ে ১০টা
স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি ওয়ান

ম্যানইউ-লেস্টার সিটি
সরাসরি রাত ৮টা
এমইউটিভি অ্যাপ

টটেনহ্যাম-ক্রিস্টাল প্যালেস
সরাসরি রাত ৮টা
প্যালেস প্লেয়ারএইচডি লাইভ

ওলভারহ্যাম্পটন-চেলসি
সরাসরি রাত ৮টা
উলভস টিভি

লা লিগা
রিয়াল মাদ্রিদ-লেভান্তে
সরাসরি বিকেল ৫টা
ফেসবুক লাইভ

রিয়াল সোসিয়েদাদ-অ্যাটলেটিকো মাদ্রিদ
সরাসরি রাত সাড়ে ১০টা
ফেসবুক লাইভ

বার্সেলোনা-ভ্যালেন্সিয়া
সরাসরি রাত ১টা
ফেসবুক লাইভ

সেরি এ
ফিওরেন্তিনা-জুভেন্টাস
সরাসরি সন্ধ্যা ৭টা
নাপোলি-সাম্পোদরিয়া
সরাসরি রাত ১০টা
ইন্টার মিলান-উদিনেস
সরাসরি রাত ১২টা ৪৫মিনিট
সনি লাইভ, সনি টেন টু ও সনি টেন টু এইচডি

ফরাসি লিগ ওয়ান
পিএসজি-স্ট্রাসবুর্গ
সরাসরি রাত সাড়ে ৯টা
বেট৩৬৫

কাবাডি
প্রো-কাবাডি লিগ
সরাসরি রাত ৮টা
স্টার স্পোর্টস ওয়ান

এ সম্পর্কিত আরও খবর